উত্তরদিনাজপুর

বৃষ্টিকে উপেক্ষা করে শান্তিপূর্ণ পুনঃনির্বাচন চলছে উত্তর দিনাজপুর জেলায়

নির্বাচন কমিশনের নির্দেশ মতো বুধবার সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলাতেও ৭৩ টি বুথে পুনঃ নির্বাচন শুরু হয়। ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স পোড়ানো সহ ওই সমস্ত বুথে ব্যাপক গণ্ডগোল শুরু হয়। যার কারনে বেশ কিছু বুথে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ প্রক্রিয়া। জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে দেওয়া রিপোর্টের ভিত্তিতে ১৬ ই মে উত্তর দিনাজপুর জেলার ৭৩ টি বুথে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। সেই মতো এদিন সকাল থেকে পুনঃনির্বাচন শুরু হয়। মঙ্গলবার রাত থেকে একটানা বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া। বুথ গুলিতে ভোট কর্মী থাকলেও কোথাও ভোটারদের দেখা মেলেনি। বৃষ্টির কারণে আবার অনেক বুথে ভোট কর্মীরাও সময় মতো পৌঁছাতে পারেননি। ফলে বৃষ্টির প্রভাবে পুনঃনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুটা হলেও ব্যাহত হয়েছে। তবে বৃষ্টি কিছুটা কমতেই ভোটের লম্বা লাইন লক্ষ্য করা যায়।